মালদা

বাক যুদ্ধে উত্তর মালদার দুই প্রতিদন্ধী

 

উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে অপদার্থ লোক বলে অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রসূনের দুর্নীতিতে মালদার মানুষ একসময় সর্বস্বান্ত হয়েছেন, মহিলারা নির্যাতিত হয়েছিলেন, তিনি কোন ব্যবস্থা নেননি। এখন ঠেলায় পড়ে পান্তা ভাত খাচ্ছেন প্রসূনের অপদার্থের জবাবে পাল্টা দাবি করলেন প্রার্থী খগেন মুর্মু।

    এদিন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বামনগোলার খোটাদহ সংঘাট এলাকায় নির্বাচনী প্রচার করেন। মন্দিরে গিয়ে ঢাক বাজাতে দেখা যায় তাকে। এরপর এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজে পান্তা ভাত খান। পান্তা ভাত খেতে খেতে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে অপদার্থ বলে কটূক্তি করে আক্রমণ করেন তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়।

 

    পাল্টা খগেন মুর্মু বলেন, একসময় এই তৃণমূল প্রার্থী মালদার পুলিশ সুপার ছিলেন পরে ডিআইজি হয়েছিলেন। তার দুর্নীতি সবাই জানে। কত মানুষকে সর্বস্বান্ত করেছেন। বামনগোলায় মহিলারা নির্যাতিত হয়েছিলেন তিনি তখন এখানকার ডিআইজি ছিলেন। কোন ব্যবস্থা নেননি উল্টে তার নেতৃত্বে মহিলাদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল। উনি জীবনে পান্তা ভাত খেয়েছেন ? এখন ঠেলায় পড়ে এসব করছেন। পাল্টা কটাক্ষ করেন বিজেপি প্রার্থী।